বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চা দোকানির

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৪) নামে এক চা দোকানি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহত কালু কাজী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বেনাপোল চেকপোস্ট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চেকপোস্ট বাজারে এক চা দোকানি নিজের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই দোকানের আরিফ হোসেন নামে এক কর্মচারী আহত হন।

দোকানের কর্মচারী আরিফ হোসেন বলেন, আজ সকালে চা তৈরি করার জন্য কেটলিতে পানি গরম দিই। চা বানানোর জন্য কেটলিতে হাত দিলে আমি বিদ্যুৎস্পৃষ্ট হই। এসময় দোকান মালিক কালু কাজীর গায়ের ওপর পড়লে তিনি আহত হন। কিছুক্ষণ পর আমি সুস্থ হয়ে গেলেও কালু কাজীর জ্ঞান না ফিরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চা দোকানির

প্রকাশের সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৪) নামে এক চা দোকানি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহত কালু কাজী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বেনাপোল চেকপোস্ট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চেকপোস্ট বাজারে এক চা দোকানি নিজের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই দোকানের আরিফ হোসেন নামে এক কর্মচারী আহত হন।

দোকানের কর্মচারী আরিফ হোসেন বলেন, আজ সকালে চা তৈরি করার জন্য কেটলিতে পানি গরম দিই। চা বানানোর জন্য কেটলিতে হাত দিলে আমি বিদ্যুৎস্পৃষ্ট হই। এসময় দোকান মালিক কালু কাজীর গায়ের ওপর পড়লে তিনি আহত হন। কিছুক্ষণ পর আমি সুস্থ হয়ে গেলেও কালু কাজীর জ্ঞান না ফিরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।