
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
দেশের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মাঝে সহজে ও নির্বিঘ্নে এবং ঝামেলা মুক্তভাবে কর প্রদানে উৎসাহিত করছে এমবিআর। এই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি এর কর অঞ্চল ২৩ কার্যালয়ের উদ্যোগে কেরানীগঞ্জে স্পট এঅ্যসেসমেন্ট ২০২৫ কর্মসূচি পালন করা হয় । এখন আর বিভিন্ন অফিসে অফিসে গিয়ে ধরনা দিতে হবে না রাজস্ব প্রদানকারী নাগরিকদের । নাগরিক সুবিধার কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড ডিজিটাল মাধ্যমে রাজস্ব আদায়ের সহজ পদ্ধতি চালু করেছে । এই ধরনের কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করা হয় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি ২০২৫ এর অনুষ্ঠানে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এলাকায় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পোট অ্যাসেসমেন্ট কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ২৩ ঢাকা এর যুগ্ম-কর কমিশনার মোঃ নাসিম হক পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর কমিশনার মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সহকারি কর কমিশনার মোঃ মোশারফ হোসেন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া,
বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ শাজাহান হাজী দুলাল বেপারী ও আনোয়ার হোসেন আনু প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর পরিদর্শক আবু জায়েদ ভূইয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ আলী , শফিকুল আলম সহ কর কমিশন অফিসের কর্মকর্তাবৃন্দ । এই অনুষ্ঠানে কর প্রদান এবং কর প্রদানে উৎসাহ দেওয়ার জন্য ব্যবসায়ী ও কর কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং সহজে যাতে সাধারণ ব্যবসায়ীরা রাষ্ট্রের কল্যাণে রাজস্ব প্রদান করতে পারে সেই বিষয়ে হয়রানি মুক্ত পরিবেশ দাবী করেছেন।
উক্ত অনুষ্ঠানে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সদস্য ও গার্মেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 






































