মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় বিরল সুন্ধি কচ্ছপ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিরল প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্কুলছাত্রী মোসাঃ নওশীন আক্তার (১১) নিজের বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পান। তিনি জানান, টানা ভারি বর্ষণের কারণে চারপাশ প্লাবিত হয়ে যায়, সম্ভবত ভেসে আসার পর কচ্ছপটি উঠানে এসে পড়ে।
খবর পেয়ে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক তাইজুল ইসলাম জুয়েলের সহযোগিতায় টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত সুন্ধি কচ্ছপটির ওজন প্রায় ৫০০ গ্রাম বলে জানা গেছে।
নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের সচেতনতা ও মানবিক পদক্ষেপই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় অনুপ্রাণিত করবে।”
জনপ্রিয়

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

শরণখোলায় বিরল সুন্ধি কচ্ছপ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিরল প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্কুলছাত্রী মোসাঃ নওশীন আক্তার (১১) নিজের বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পান। তিনি জানান, টানা ভারি বর্ষণের কারণে চারপাশ প্লাবিত হয়ে যায়, সম্ভবত ভেসে আসার পর কচ্ছপটি উঠানে এসে পড়ে।
খবর পেয়ে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক তাইজুল ইসলাম জুয়েলের সহযোগিতায় টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত সুন্ধি কচ্ছপটির ওজন প্রায় ৫০০ গ্রাম বলে জানা গেছে।
নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের সচেতনতা ও মানবিক পদক্ষেপই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় অনুপ্রাণিত করবে।”