
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় গার্ড অব অনারের অগ্নিদগ্ধ হয়ে নিহত ফায়ার ফাইটার শামীম আহম্মেদের দাফন নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
নিহত শামীম আহম্মেদ প্রায় ২২ বছর থেকে ফায়ার সার্ভিসের নিবেদিত সদস্য হিসেবে সুনামের সঙ্গে চাকরি করে আসছিলেন। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নিজের জীবনের মায়া ত্যাগ করে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম আহম্মেদ। স্ত্রী-সন্তানের মায়া ছাপিয়ে দায়িত্ববোধের কাছে নিজেকে উৎসর্গ করে তিনি হয়ে উঠলেন এক অনন্য উদাহরণ। বেঁচে থাকলে হয়তো অনেকেই ভুলে যেতেন তার বীরত্ব, কিন্তু সবাইকে ছেড়ে চলে গিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
চলতি গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অংশ নেন ফায়ার সার্ভিসের এ সাহসী যোদ্ধা। আগুন নেভানোর কিছুক্ষণ পরই তিনি দগ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ২টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার ফাইটার শামীম আহম্মেদ।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাভিভূত মা, স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজন, কর্মক্ষেত্রের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারসহ সারাদেশে নেমে আসে শোকের ছায়া। শামীম আহম্মেদের প্রথম জানাজা ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে এবং দ্বিতীয় জানাজা পরেরদিন ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে কেন্দুয়া উপজেলা প্রশাসন, কেন্দুয়া থানা ও কেন্দুয়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সহ শামীম আহম্মেদকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের আঞ্চলিক ও বিভাগীয় সদস্যরা, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































