
ইবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬৫ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এই প্রকল্পের অধীন প্রত্যেক শিক্ষকেরা পাবেন তিন লক্ষ থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা। সাতটি অনুষদ থেকে শিক্ষকরা নির্বাচিত হয়েছেন।
ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদ থেকে সাত শিক্ষক হলেন- অধ্যাপক ড. হোসেন আহমদ, ড. শেখ এ বি এম জাকির হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উল্যাহ, অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী।
কলা অনুষদ থেকে দশ শিক্ষক হলেন- অধ্যাপক ডা. এম এম শরিফুল বারী, অধ্যাপক ড. রওশন আরা, অধ্যাপক ড. সাহাবুল আলম, সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ শিকদার, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা, অধ্যাপক গাজী মাহবুব মোর্শেদ।
সামাজিক বিজ্ঞান অনুষদের এগারো জন শিক্ষক হলেন- প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, প্রফেসর ড. মোঃ সেলিম, প্রফেসর ড. ফকরুল ইসলাম পিএইচডি, প্রভাষক হাবিবুর রহমান, সরকারী অধ্যাপক মৌসুমী আকতার মৌ, আব্দুল জলিল পাঠান, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক, প্রফেসর ড. আবু শিবলী মোহাম্মদ ফাতেহ আলী।
ব্যবসায়ী প্রশাসন অনুষদের নয় জন শিক্ষক হলেন- প্রফেসর ড. মোঃ আব্দুস সবুর, প্রফেসর ড. এ এস এম শরফরাজ নেওয়াজ, সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, ড. মোঃ জাফর আলী, জনাব মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক জনাব শাহ আলম কোবির প্রামানিক, সহকারী অধ্যাপক জনাব শাহবুব আলম, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন খান, অধ্যাপক ড. গাজী মোহাম্মদ আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রফেসর ড. মোছা: আয়শা আক্তার জামান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ, অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন, সজযোগী অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
জীববিজ্ঞান অনুষদ থেকে ১৩ জন শিক্ষক হলেন- অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. শেখ শাহিনুর রহমান, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. খোসরুল আলম পিএইচডি, সহযোগী অধ্যাপক ড. শাম্মী আকতার, সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভীন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন, সহযোগী অধ্যাপক ড. হুসাইন মোহাম্মদ ফারুক, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ড. মতিয়ার রহমান মোল্লা, অধ্যাপক ড. আব্দুল আল মুহিত, অধ্যাপক ড. আনিসুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা গবেষণা খাতকে অগ্রাধিকার দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছে সকলের জন্য শুভ কামনা। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের এসকল রিসার্চ পেপার আমরা লাইব্রেরিতে সংরক্ষণ করবো। যাতে সকলেই রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে এবং পরবর্তীতে সকলের উপকারে আসে।
ইবি প্রতিনিধি 







































