
যশোর প্রতিনিধি
যশোরে এক মাংস ব্যবসায়ীর জবাইখানায় পাওয়া গেছে বাছুরের বাচ্চা। ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে শহরতলীর ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে। ধারনা করা হচ্ছে সেখানে এড়ে গরুর বদলে গাভী গরুর মাংশ বিক্রি করা হচ্ছিলো। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সাড়ে ১১টায় যশোরের ট্রান্সফোর্স টিম সেখানে অভিযান চালিয়েছে। তবে,পালিয়েছে প্রতিষ্ঠান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৮ হাজারটাকা জরিমানা আদায় করেছে।
এ বিষয়ে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় বাচ্চা গরু পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। কিন্তু তাদের পৌছানোর আগেই ওই বাচ্চা সরিয়ে ফেলা হয়। পরে প্রতিষ্ঠান মালিককে কল করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। তিনি আরও বলেন, ওই দোকানে ৭৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে। কিন্তু সেটা এড়ে না বকনা গরুর মাংস উল্লেখ করা নেই, যা অপরাধ। শেষমেষ ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকা ১২ কেজি গরুর মাংস ধ্বংস করা হয় ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম, ক্যাব সদস্যসহ পুলিশ সদস্যরা।
যশোর প্রতিনিধি 







































