
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী (যুগ্ম সচিব)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় ক্ষেতলাল থানা বাজার (থানার পিছনে) ডায়াবেটিক সমিতির নির্ধারিত স্থানে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিফ আল জিনাত, থানা অফিসার ইনচার্জ (ওসি) আ: করিম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্ষেতলাল পৌর ইঞ্জিনিয়ার আফতাব হোসেন, ডায়াবেটিক সমিতির কোঅর্ডিনেটর সাংবাদিক আজিজুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 



















