
সিরাজগঞ্জ প্রতিনিধি
সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলাহুল উম্মাহ মাদ্রাসার আয়োজনে কিরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার আগে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক নুরুন-নবী সরকার, বেলকুচি উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী খ ম আলআমিন এবং মাদ্রাসার অধ্যক্ষ যোবায়ের হোসেন।
আলোচনা সভার পরে কিরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































