বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার এক পাঙ্গাস প্রায় ৬৪ হাজা‌রে বি‌ক্রি

মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ী ‌গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মা নদী‌তে ধরা প‌ড়ে‌ছে ২৫ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির এক‌টি পাঙ্গাস মাছ। প‌রে মাছ‌টি ৬৩ হাজার ৭৫০ টাকায় বি‌ক্রি হ‌য়েছে।
বৃহস্প‌তিবার দুপু‌রে মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লার কাছ থে‌কে ঢাকার এক ব‌্যবসায়ী ২ হাজার ৫৫০ টাকা কে‌জি দ‌রে মাছ‌টি কি‌নে নেন।
এরআগে বেলা ১১টার দি‌কে পদ্মা নদী থে‌কে জে‌লে রতন হলদা‌রের জা‌লে এই বিশাল আকৃ‌তির মাছ‌টি ধরা প‌রে।
জানা‌ গে‌ছে, সকা‌লে জে‌লে রতন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদী‌তে জাল ফে‌লেন। প‌রে জাল তুল‌তেই দে‌খেন তার জা‌লে আটকা প‌ড়ে‌ছে বিশাল আকৃ‌তির এক‌টি পাঙ্গাস মাছ‌। মাছ‌টি বি‌ক্রির উদ্দে‌শ্যে দৌতল‌দিয়ার মোহন মন্ড‌লের আড়‌তে এনে ওজন করে দে‌খেন মাছ‌টির ওজন ২৫ কে‌জি।
এ সময় উৎসুক জনতা মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় ক‌রেন। প‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে ৬২ হাজার ৫০০ টাকায় কি‌নে নেন।
মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, পাঙ্গাস‌টি ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে সামান‌্য ৫০ টাকা লা‌ভে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় ঢাকার এক ব‌্যবসায়ী‌র কা‌ছে বিক্রি ক‌রে‌ছি।
জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

রাজবাড়ীতে পদ্মার এক পাঙ্গাস প্রায় ৬৪ হাজা‌রে বি‌ক্রি

প্রকাশের সময় : ০৫:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ী ‌গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মা নদী‌তে ধরা প‌ড়ে‌ছে ২৫ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির এক‌টি পাঙ্গাস মাছ। প‌রে মাছ‌টি ৬৩ হাজার ৭৫০ টাকায় বি‌ক্রি হ‌য়েছে।
বৃহস্প‌তিবার দুপু‌রে মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লার কাছ থে‌কে ঢাকার এক ব‌্যবসায়ী ২ হাজার ৫৫০ টাকা কে‌জি দ‌রে মাছ‌টি কি‌নে নেন।
এরআগে বেলা ১১টার দি‌কে পদ্মা নদী থে‌কে জে‌লে রতন হলদা‌রের জা‌লে এই বিশাল আকৃ‌তির মাছ‌টি ধরা প‌রে।
জানা‌ গে‌ছে, সকা‌লে জে‌লে রতন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদী‌তে জাল ফে‌লেন। প‌রে জাল তুল‌তেই দে‌খেন তার জা‌লে আটকা প‌ড়ে‌ছে বিশাল আকৃ‌তির এক‌টি পাঙ্গাস মাছ‌। মাছ‌টি বি‌ক্রির উদ্দে‌শ্যে দৌতল‌দিয়ার মোহন মন্ড‌লের আড়‌তে এনে ওজন করে দে‌খেন মাছ‌টির ওজন ২৫ কে‌জি।
এ সময় উৎসুক জনতা মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় ক‌রেন। প‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে ৬২ হাজার ৫০০ টাকায় কি‌নে নেন।
মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, পাঙ্গাস‌টি ২ হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে সামান‌্য ৫০ টাকা লা‌ভে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় ঢাকার এক ব‌্যবসায়ী‌র কা‌ছে বিক্রি ক‌রে‌ছি।