
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় কুকুরে কামড়ানো ও আট মাসের গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আলামিন (৩০) নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার এ দণ্ড প্রদান করেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে আলামিনের দোকান থেকে কুকুরে কামড়ানো অসুস্থ গর্ভবতী গরুর মাংস জব্দ করা হয়। পরে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ (১) ধারা অনুযায়ী আলামিনকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়। এসময় জব্দকৃত মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ মামলার প্রসিকিউটর ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ। অভিযানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































