
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে ঢেলে নতুনভাবে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মানসম্মত হাসপাতাল প্রান্তিক পর্যায়ে গড়ে ওঠেনি। উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে।
এ সময় ক্যাম্পে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা দেন অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের ২৫ জন চিকিৎসক। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। এমন সেবায় খুশি হয়ে এলাকাবাসীরা আয়োজকদের ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক 






































