
মেহেদী হাসান, রাজবাড়ী
জুলাই সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫দফা দাবিতে রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় পরে চৌরঙ্গীমোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. মো. নুরুল ইসলাম বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আমরা শৈরাচার হাসিনা সরকার কে বিদায় করেছি কিন্তু এখনো চুড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। আমাদের এই পাঁচ দফা দাবি ১) জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ২)জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর চালু,৩) অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকলের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ৪)ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫) স্বৈরাচার দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ) এ ৫ দফাগুলো বাস্তবায়ন হলে এদেশে অপরাধ দুর্নীতি বন্ধ হবে আর কোন সরকার স্বৈরশাসক হয়ে উঠতে পারবে না, সংসদে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে। বাঙালির কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে। বর্তমান এই সরকারের কাছে আমাদের দাবি জাতীয় সংসদ নির্বাচনের আগেই জনস্বার্থে যেন এই ৫ দফা বাস্তবায়ন করা হয়।
এসময় অন্যানের মাঝে আরো বক্তৃতা করেন , বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাও: আবদুল হাই জোয়াদ্দার, সেক্রেটারি এ্যাড. আবদুর রাজ্জাক, সাবেক সেক্রেটারি খন্দকার মনির আজম মুন্নু,সহকারী সেক্রেটারি মিরাজুল ইসলাম মিরাজ,বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি জামায়াত নেতা ওসমান গনী মানিক প্রমুখ।
এসময় উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাও. ইদ্রিস আলী,বিশিষ্ট সমাজসেবক মো শরিফ মিয়া,
জামায়াতের বালিয়াকান্দি সদর ইউনিয়ন সভাপতি মাও. রফিকুল ইসলাম, জামালপুর ইউনিয়ন সভাপতি মাও ইসহাক আলী মোল্লা,ইসলামপুর ইউনিয়ন সভাপতি মো ইদ্রিস আলী,বহরপুর ইউনিয়ন আমীর মোস্তফা জামান,নারুয়া ইউনিয়ন সভাপতি মো নুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন মো বছির উদ্দিন সহ অন্যান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































