সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাকে তল্লাশি, দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২

ছবি- সময় সংবাদ

হবিগঞ্জে বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি।
 
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জব্দ ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। 
–সময় সংবাদ
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

হবিগঞ্জে ট্রাকে তল্লাশি, দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশের সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি।
 
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জব্দ ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। 
–সময় সংবাদ