
প্রতিনিধি, রাজবাড়ী
‘মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সরদার রাজীবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ‘সচেতন রাজবাড়ীবাসী’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, আয়োজক সাংবাদিক সরদার রাজীব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি আরিফুল রহমান টিপু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, বরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট হোসেন ও যুবদল নেতা সজল মণ্ডল রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশের মতো রাজবাড়ী জেলাও মাদকে ছেয়ে গেছে। এর ফলে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবারকেই ধ্বংস করে না, একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। দেশের মেরুদণ্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে। ‘মাদককে না বলুন’—এই স্লোগান যথেষ্ট নয়, এখন প্রয়োজন ‘মাদককে প্রতিরোধ করুন’ স্লোগানকে সামনে আনা।
বক্তাদের মতে, শুধু রাজবাড়ী জেলায় মানববন্ধন বা আন্দোলন করলেই হবে না, মাদক নিয়ন্ত্রণের জন্য জাতীয় পর্যায়ে কাঠামোগত সংস্কার জরুরি। আইন সংস্কারের জন্য কমিশন গঠন করা দরকার। সরকার উদ্যোগ না নিলে এবং জাতীয় পর্যায়ে আন্দোলন না হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মানববন্ধনে সচেতন রাজবাড়ীবাসী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, রাজবাড়ী 







































