শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অভিযোগের মুখে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা যায়, সুপার পদে ৮ জন ও ইবতেদায়ী প্রধান পদে ৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয়রা নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ এনে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তিনি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পিলু এবং সহ সুপার আব্দুল মালেক জানান, পরীক্ষা নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছিল। তবে স্থানীয় চাপের কারণে তা বন্ধ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন, পরীক্ষা নিয়ম অনুযায়ী শুরু হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পর তা স্থগিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিষয়টি আগে তার জানা ছিল না। পরে শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, পরীক্ষা শুরুর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

সিরাজগঞ্জে অভিযোগের মুখে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা যায়, সুপার পদে ৮ জন ও ইবতেদায়ী প্রধান পদে ৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয়রা নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ এনে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তিনি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পিলু এবং সহ সুপার আব্দুল মালেক জানান, পরীক্ষা নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছিল। তবে স্থানীয় চাপের কারণে তা বন্ধ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন, পরীক্ষা নিয়ম অনুযায়ী শুরু হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পর তা স্থগিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিষয়টি আগে তার জানা ছিল না। পরে শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, পরীক্ষা শুরুর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।