
জামালপুরের বকশীগঞ্জে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থান স্কুলের জায়গা দাবী ও সম্মানী ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য করায় সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধুরপাড়া মোল্লাবাড়ির সর্বস্তরের জনসাধারণ।
২৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে কবরস্থান সংলগ্ন নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক লোকের উপস্থিতি দেখা যায়।
এ সময় মোল্লাবাড়ির অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা এ সময় বলেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তার দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। ইতিমধ্যে মাউশির তদন্তে তাদের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা প্রমাণিত হয়েছে। যার কারণে তাদের বেতন-ভাতা (এমপিও) বন্ধ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বক্তারা অভিযোগ করে বলেন মোল্লা বাড়ির এই পারিবারিক কবরস্থান বিগত প্রায় ৪০০ বছর আগের এখানে এই পরিবারের পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। এই স্কুলের জমি, ইউনিয়ন পরিষদের জমি ও কবরস্থানের জমি মোল্লা বাড়ির পূর্বপুরুষরা দান করে গেছে। স্কুলের প্রধান শিক্ষক নিজে উপস্থিত থেকে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করেছেন অথচ তিনি আজ দাবি করছেন যে স্কুলের খেলার মাঠ দখল করে কবরস্থান নির্মাণ করা হয়েছে। এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরো বলেন আমরাই যদি স্কুলের জায়গা দান করি তাহলে কবরস্থানের জন্য স্কুলের খেলার মাঠ দখল করবো কেন? দুর্নীতিবাজ প্রধান শিক্ষক নিজের দুর্নীতি ঢাকার জন্য কবরস্থানের নাটক ও এলাকার সম্মানী ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার করছেন। অবিলম্বে সম্মানী ব্যক্তিদের নিকট ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা তাছাড়া কঠিন আন্দোলন গড়ে তোলার ও হুঁশিয়ারি দেন।
এ সময় স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
তথ্যসূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ টানা ১৬ বছর ধরে তার শ্বশুরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে রেখেছিলেন। যে কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটির মেয়াদ ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। তবে নিয়োগ দেখানো হয় কমিটির মেয়াদ শেষের মাত্র কয়েক দিন আগে, ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তারিখে।
মানববন্ধন বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে কথা বললে তিনি জানান, খেলার মাঠের জায়গা কবরস্থানে আংশিক পড়েছে সম্পূর্ণ না।
বকশীগঞ্জ প্রতিনিধি।। 







































