শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেলেনার বিয়ে সম্পন্ন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯

ছবি-সংগৃহীত

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ বিয়ের পিঁড়িতে বসলেন তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।

এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল। তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কামিলা কাবেলো, অ্যামি শুমারসহ আরও অনেকে।

৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন। 
জনপ্রিয়

শেখ হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সেলেনার বিয়ে সম্পন্ন

প্রকাশের সময় : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ বিয়ের পিঁড়িতে বসলেন তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাংকোর সঙ্গে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।

এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল। তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কামিলা কাবেলো, অ্যামি শুমারসহ আরও অনেকে।

৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন।