শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

উপদেষ্টা ফরিদা আখতার।

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক মো. জমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক এস. এম. রুবেল হোসেন, আমজাদ হোসেন, দেলবার আলী, কে. এম. আব্দুর রশিদ ও কে. এম. রায়হান কবির রানা।
বক্তারা জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। তবে সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের তুলনায় অনেক কম। এর আগে একই এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক চার লেন প্রকল্পে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, তার তুলনায় রেলপথ প্রকল্পে কম অর্থ নির্ধারণ করায় ক্ষতির মুখে পড়েছেন জমির মালিকরা।
তাদের অভিযোগ, নির্ধারিত অর্থে অন্যত্র জমি ক্রয় বা স্থানান্তর সম্ভব নয়। এ কারণে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
মানববন্ধনে শতাধিক ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ স্থানীয় নারী–পুরুষ অংশ নেন।
জনপ্রিয়

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক মো. জমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক এস. এম. রুবেল হোসেন, আমজাদ হোসেন, দেলবার আলী, কে. এম. আব্দুর রশিদ ও কে. এম. রায়হান কবির রানা।
বক্তারা জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। তবে সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের তুলনায় অনেক কম। এর আগে একই এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক চার লেন প্রকল্পে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, তার তুলনায় রেলপথ প্রকল্পে কম অর্থ নির্ধারণ করায় ক্ষতির মুখে পড়েছেন জমির মালিকরা।
তাদের অভিযোগ, নির্ধারিত অর্থে অন্যত্র জমি ক্রয় বা স্থানান্তর সম্ভব নয়। এ কারণে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
মানববন্ধনে শতাধিক ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ স্থানীয় নারী–পুরুষ অংশ নেন।