বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম বিষয়ক কর্মাশলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের দিনব্যাপী এ আয়োজনে ৫৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দাউদ শরীফ টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কিভাবে প্রবেশ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে টাইফয়েড মোকাবেলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত কিশোরদের এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে সাংবাদিকদের প্রচারের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কবীর হোসেন চান মিয়া, বিটিভির জেলা প্রতিনিধি শিমুল মিল্কি, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের সঞ্জয় সরকার, নিউজ টুডের নজরুল ইসলাম, সময় টিভির আলপনা বেগম ও এনটিভির ভজন দাস বক্তব্য রাখেন।

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

নেত্রকোণায় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম বিষয়ক কর্মাশলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের দিনব্যাপী এ আয়োজনে ৫৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দাউদ শরীফ টাইফয়েড টিকা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে টাইফয়েড কোমলমতি শিশু কিশোরদের দেহে কিভাবে প্রবেশ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে টাইফয়েড মোকাবেলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত কিশোরদের এই টিকাদান কর্মসূচি আওতায় আনতে সাংবাদিকদের প্রচারের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কবীর হোসেন চান মিয়া, বিটিভির জেলা প্রতিনিধি শিমুল মিল্কি, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের সঞ্জয় সরকার, নিউজ টুডের নজরুল ইসলাম, সময় টিভির আলপনা বেগম ও এনটিভির ভজন দাস বক্তব্য রাখেন।