বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হেরোইন মামলায় ২ জনের যাবজ্জীবন

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩

প্রতীকী ছবি

যশোর অফিস
যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৬-এর বিচারক মোসা. রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয় এবং তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

যশোরে হেরোইন মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
যশোর অফিস
যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৬-এর বিচারক মোসা. রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয় এবং তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।