সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা সফল করতে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে: নুরুজ্জামান লিটন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার সফল করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে । তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশনা দিচ্ছেন। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে।  এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।গতকাল শার্শার উত্তরে বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়ে সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। শার্শার মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিএনপি ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক ভূমিকা রাখবে।

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

দুর্গাপূজা সফল করতে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে: নুরুজ্জামান লিটন

প্রকাশের সময় : ০৮:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার সফল করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে । তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশনা দিচ্ছেন। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে।  এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।গতকাল শার্শার উত্তরে বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়ে সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। শার্শার মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিএনপি ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক ভূমিকা রাখবে।