শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নারীসহ ডিবি কনস্টেবল আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক কনস্টেবল সেলিম আহমেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নারী লাকি খাতুনের বিরুদ্ধে এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে প্রভাবিত করার ক্ষেত্রে কনস্টেবল সেলিম আহমেদের সম্পৃক্ততার কথাও স্থানীয়রা দাবি করেছেন।
ঘটনার কিছুক্ষণ পর লাকি খাতুনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “ঘটনার পর আমাদের একটি টিম তাদের থানায় নিয়ে এসেছে।”
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

সিরাজগঞ্জে নারীসহ ডিবি কনস্টেবল আটক

প্রকাশের সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক কনস্টেবল সেলিম আহমেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নারী লাকি খাতুনের বিরুদ্ধে এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে প্রভাবিত করার ক্ষেত্রে কনস্টেবল সেলিম আহমেদের সম্পৃক্ততার কথাও স্থানীয়রা দাবি করেছেন।
ঘটনার কিছুক্ষণ পর লাকি খাতুনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “ঘটনার পর আমাদের একটি টিম তাদের থানায় নিয়ে এসেছে।”
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।