মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তৎপর পুলিশ

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে মোংলার উপজেলা এবং পৌরসভা এলাকায় মন্দির ও পূজা-মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।মোংলা উপজেলা ও পৌর এলাকার মন্দিরের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান।
পরিদর্শনকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা আয়োজকদের আশ্বস্ত করে বলেন, শারদীয় পূজা সমাপ্তি পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মোংলা থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে মোংলায় প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, গুজব রটিয়ে কেউ যাতে পরিস্থিতি অশান্ত করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় আছে। তিনি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টি পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত পূজারী, পুণ্যার্থী ও ভক্তবৃন্দদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
জনপ্রিয়

সিরাজগঞ্জে সরকারি চাল আটক–অভিযোগের মুখে ট্যাগ কর্মকর্তা

মোংলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তৎপর পুলিশ

প্রকাশের সময় : ০৭:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে মোংলার উপজেলা এবং পৌরসভা এলাকায় মন্দির ও পূজা-মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।মোংলা উপজেলা ও পৌর এলাকার মন্দিরের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান।
পরিদর্শনকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা আয়োজকদের আশ্বস্ত করে বলেন, শারদীয় পূজা সমাপ্তি পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মোংলা থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে মোংলায় প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, গুজব রটিয়ে কেউ যাতে পরিস্থিতি অশান্ত করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় আছে। তিনি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টি পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত পূজারী, পুণ্যার্থী ও ভক্তবৃন্দদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।