শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা প্রতীক পেলে মামলা করবেন না: মান্না

সিরাজগঞ্জ প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাঁকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে অন্য কাউকে দেওয়া হলে তিনি মামলা করবেন না।
বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মান্না বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা সংবিধানে নেই, তাই এ পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। কমিশনের প্রস্তাবনায়ও এ বিষয়টি উল্লেখ করা হয়নি। এ নিয়ে একাংশ ভোট না দেওয়ার অবস্থান নিয়েছে, যা তিনি সমর্থন করেন না।
তিনি আরও বলেন, আন্দোলনের কর্মসূচি ও বিক্ষোভের কারণে মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে। তাই আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।
ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি এবং ধর্ম মানুষের মনে থাকা উচিত। ধর্মের নাম ব্যবহার করে ভোট চাওয়া বা রাজনৈতিক দাবিদাওয়া তোলা সমর্থনযোগ্য নয়।
মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

শাপলা প্রতীক পেলে মামলা করবেন না: মান্না

প্রকাশের সময় : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাঁকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে অন্য কাউকে দেওয়া হলে তিনি মামলা করবেন না।
বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মান্না বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা সংবিধানে নেই, তাই এ পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। কমিশনের প্রস্তাবনায়ও এ বিষয়টি উল্লেখ করা হয়নি। এ নিয়ে একাংশ ভোট না দেওয়ার অবস্থান নিয়েছে, যা তিনি সমর্থন করেন না।
তিনি আরও বলেন, আন্দোলনের কর্মসূচি ও বিক্ষোভের কারণে মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে। তাই আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।
ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি এবং ধর্ম মানুষের মনে থাকা উচিত। ধর্মের নাম ব্যবহার করে ভোট চাওয়া বা রাজনৈতিক দাবিদাওয়া তোলা সমর্থনযোগ্য নয়।
মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।