
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিম নাজিরপুর নোয়াদ্দা গ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ,রাজনীতিবিদ ও তেঘরিয়া ইউনিয়নের জামাতের কর্মী মোঃ রাসেল। তার বয়স আনুমানিক ৪৫ বছর ।আহত রাসেল তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইউসুফ আলীর ছেলে । রাসেল আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ বিচারের দাবি করেছেন ।
এ ঘটনায় আহত রাসেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । লিখিত অভিযোগে তিনি বলেন, নোয়াদ্দা গ্রামের নোয়াদ্দা মিয়া বাড়ি এলাকার আকাশ মোল্লা ও সিয়াম মোল্লা নামে দুইজন সন্ত্রাসী গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে তার উপরে হামলা করে। এ সময় তার সাথে আরো ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির জড়িত ছিল ।তিনি ঐদিন রাজেন্দ্রপুর বাজার এলাকায় এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন । বাড়ি আসার পথে পশ্চিম নাজিরপুর গ্রামের নোয়াদদা এলাকায় নোয়াদ্দা মিয়া বাড়ির আকাশ মোল্লা ও সিয়াম মোল্লা দুইজনসহ আরো ৩-৪ জন ব্যক্তি রাস্তার গতিরোধ করে দুই ব্যক্তিকে পথ রোধ করে তাদের মালামাল লুট করার উদ্দেশ্যে ঘেরাও করে ধরে । ওই ব্যক্তিরা দ্রুত বাজারের দিকে দৌড়ে আসে । এবং বিষয়টি রাস্তার মধ্যে জানান । এ সময় আহত রাসেল দৌড়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের সামনে তাদের আসলে তারা তাদের ঘেরাও করে রাখার কথাটি বলেন। ওই দুই ব্যক্তি রাসেলকে বলেন আমাদের মালামাল ছিনিয়ে নেওয়ার জন্য ওরা চেষ্টা করেছে তাই প্রাণভয়ে তারা দৌড়ে এসে এই বাজারে আশ্রয় নিয়েছে। এ সময় রাসেল হাঁটতে হাঁটতে সামনে গিয়ে সন্ত্রাসীদের জিজ্ঞাসা ও প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ধাওয়া করেন। ধাওয়া ব্যক্তি হওয়ায় তাদেরকে চিনে ফেলায় সন্ত্রাসী আকাশ মোল্লা ও সিয়াম হত্যার উদ্দেশ্যে চাকু নিয়ে তার উপরে আক্রমণ করে । একপর্যায়ে রাসেল সরে গিয়ে দাঁড়ালে আকাশ মোল্লা ও সিয়াম তার পায়ে এবং উরুতে চাকু দিয়ে কম দেয়। এ সময় রাসেলের ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন ও গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় । এই ঘটনা গতকাল বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ করা হয় । লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পরদিন সন্ত্রাসীরা আহত রাসেলের আত্মীয়-স্বজনকে এই বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। তারা বলেন যদি এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হয় তাহলে হত্যা করা হবে। আহত রাসেলকে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে, এবং পরে ঢাকার মিরপুর হাসপাতালে ভর্তি করা হয়।
উক্ত ঘটনায় ঢাকা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার সহ আহত রাসেলের পরিবারের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। এলাকার আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে তেঘরিয়া ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় পুলিশি টহল জোরদার সহ আসামিদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন।
অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামী তেঘরিয়া ইউনিয়ন আমির মোঃ হানিফ মিয়া এক প্রতিবাদ লিপিতে বলেন, এলাকাবাসী জানিয়েছেন,তেঘরিয়া ইউনিয়নের নোয়াদ্দা এলাকার নোয়াদ্দা মিয়া বাড়ির সন্ত্রাসী আকাশ মোল্লা ও সিয়াম গং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে।তাদের অত্যাচার ও হুমকি-ধমকিতে সাধারণ নিরীহ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। নোয়াদ্দা রাস্তা দিয়ে দিনে ও রাতে সাধারণ মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করছি। অপরদিকে নাজিরপুর নোয়াদ্দা এলাকার গ্রামবাসী ও সাধারণ মহিলারা এই প্রতিনিধিকে জানিয়েছেন উক্ত সন্ত্রাসীরা দিনে দুপুরে বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদক বেচাকেনা সহ সাধারণ নিরীহ গ্রামবাসীদের কে চাকু দেখিয়ে এবং হত্যার ভয় দেখিয়ে সর্বস্ব ছিনতাই লুট করে নেয়। তাই এই এলাকায় এলাকাবাসীর নিরাপত্তা ও নিরাপদ চলাচলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার করার জন্য দাবী জানান তারা।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 




































