
যশোর অফিস
যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে দুর্বৃত্তদের নাশকতায় এক মৎস্যচাষীর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ইকরামুল ইসলামের মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে সব মাছ মরে যায়।
ইকরামুল জানান, সংসারের খোরাক জোগাতে ও ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। এমনকি বাড়ির গবাদি পশু বিক্রি করেও ঘেরে টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু রাতের আঁধারে এ ঘটনার কারণে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
তিনি প্রশাসনের কাছে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোর অফিস 







































