
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা থানার হাজতখানা থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় আটক করতে পুলিশ মাঠে নেমেছে।
বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় আটক বাইজীদ নামের এক যুবক টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানা সূত্রে জানা যায়, ৩ অক্টোবর বিকেলে উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বাইজীদ (২০) কে মাদকসহ স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।
শরণখোলা থানার ওসি শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































