
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দিপ্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
৫ (অক্টোবর) শনিবার বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পরিষদের মেইন ফটক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষক সমাজের সম্মান, মর্যাদা ও অধিকার সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষকদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধই একটি সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে থাকে।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: 



















