
সিরাজগঞ্জ প্রতিনিধি
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’ উদযাপন কমিটি, বেলকুচি শাখার আয়োজনে র্যালিটি বের হয়। এতে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সোহাগপুর সরকারি এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. শহিদুল রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহীন বাদশা এবং ইলিয়াস কনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম এবং ধুকুরিয়াবেড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফতেখার মো. আহসান উল্লাহ প্রমুখ।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































