
রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু করে পাবলিক হলে এসে শেষ হয়।
র্যালী শেষে পাবলিক হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি বলেন- শিক্ষকগণ হচ্ছেন সঠিক মানুষ গড়ার কারিগর, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে তাঁরা দিয়ে থাকেন। আজকে যে আমি জেলা প্রশাসক এই জায়গায় আসতে পেরেছি তা শিক্ষকগণের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই আমাদের সকলের উচিত শিক্ষকদের প্রতি সারাবছর সম্মান দেখানো। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
র্যালী ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিশ্ব শিক্ষক দিবসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহমেদ।
রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি: 






































