
স্টাফ রিপোর্টার
০৫ অক্টোবর যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী সায়েমপাড়া গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ রুহুল আমিন সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে ঝিকরগাছা থানাধীন ৭৪ নং বামনআলী মৌজার আর.এস. চূড়ান্ত-২৮৩ খতিয়ানের ৪৭৪ নং দাগের জমিতে বসবাস করে আসছেন। ২০০৫ সালের ৫ অক্টোবর মোছাঃ ছেরমানী বিবির নিকট থেকে কবলা দলিল মূলে ০৭ শতক জমি ক্রয় করেন। পরে ২০১১ সালের ১০ মে তিনি নজরুল ইসলাম বাবুলের নিকট ২ শতক জমি বিক্রি করেন।
রুহুল আমিনের অভিযোগ, বিক্রিত জমির মধ্যে থেকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি ০.৬০ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। তিনি বলেন, “আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করছি, কিন্তু জাহাঙ্গীর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আমার জমি দখল করে নিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাইনি। বরং যারা সালিশ করতেন, তারাও জাহাঙ্গীরের কাছ থেকে টাকা নিয়ে উল্টো তাকে সহযোগিতা করছেন।”
অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন এবং বাদীর স্থাপনা ভেঙে জমি দখলের হুমকি দিচ্ছেন। রুহুল আমিন জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), ঝিকরগাছা অফিস সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার 







































