
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আসকার শেখের নেতৃত্বে আলমাছ আলী, রাশেদুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের দলে বরণ করে নেয় উপজেলা জামায়াতে ইসলামী।
জানা যায়, মো. আসকার শেখ দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, রাস্তা-ঘাট মেরামত এবং দরিদ্র মানুষের সহায়তার মতো কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দলে যোগ দিয়ে মো. আসকার শেখ বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধে গঠিত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামী সেই আদর্শ বাস্তবায়নে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ দল। আমরা ভালো কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই। কেউ কেউ ভুলভাবে আমাদের নিয়ে মন্তব্য করে, কিন্তু আমরা মানুষকে সৎ পথে চলার দিকনির্দেশনা দিই।”
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের এই সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় করবে এবং এলাকার সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































