
স্টাফ রিপোর্টার
বেনাপোল থানা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আলমগীর হোসেন সভাপতি ও মো. জিল্লুর রহমান ডাবলু সাধারণ সম্পাদক হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বেনাপোল বাজারে সংগঠনটির কার্যালয়ে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তিন বছরের জন্য এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আলামিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ আতিকুজ্জামান রিমু, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান আফরোজ, অর্থ বিষয়ক সম্পাদক-১ রনি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-২ রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মুসা, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর রহমান।
সদস্যরা হলেন, মো. ফারুক হোসেন, মো. অংকন, রাহাত হোসেন, মো. তুহিন হোসেন, মো. আরশাদ আলী, মো. মীর আলম ও মো. মফিজুর রহমান।
সভায় গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার 




































