শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে নিরাপদে রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাত ২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, “রাত দুইটার দিকে হাসপাতালের সামনে রাস্তার ওপারে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সমাজসেবা কর্মকর্তা ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি একজন মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। তিনি প্রসবের পর সন্তানকে ফেলে চলে গেছেন।”

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আপাতত কেয়ার হাসপাতালের একজন নার্সের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে। বর্তমানে শিশুটি সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে নিরাপদে আছে।”

জনপ্রিয়

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান পাহলভির

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে নিরাপদে রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাত ২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, “রাত দুইটার দিকে হাসপাতালের সামনে রাস্তার ওপারে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সমাজসেবা কর্মকর্তা ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি একজন মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। তিনি প্রসবের পর সন্তানকে ফেলে চলে গেছেন।”

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আপাতত কেয়ার হাসপাতালের একজন নার্সের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে। বর্তমানে শিশুটি সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে নিরাপদে আছে।”