মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ 

কুবি প্রতিনিধি, শাহাবুদ্দীন শিহাব
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচী পালন করা হয়।
বুধবার (০৮ অক্টোবর) গোলচত্ত্বরের পাশে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে তিনশো কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
এ ব্যাপারে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ‘আমরা সকলেই জানি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার যে পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছিলো। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন এন্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কুরআন বিতরণ অনুষ্ঠান।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়, আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি।’
জনপ্রিয়

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ 

প্রকাশের সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
কুবি প্রতিনিধি, শাহাবুদ্দীন শিহাব
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচী পালন করা হয়।
বুধবার (০৮ অক্টোবর) গোলচত্ত্বরের পাশে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে তিনশো কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
এ ব্যাপারে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ‘আমরা সকলেই জানি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার যে পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছিলো। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন এন্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কুরআন বিতরণ অনুষ্ঠান।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়, আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি।’