শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৭

যশোর অফিস 

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন পারভীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশের সুযোগ তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয়

যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

যশোরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশের সময় : ০৯:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

যশোর অফিস 

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন পারভীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশের সুযোগ তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।