বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সম্পদ: সিরাজগঞ্জে ড. এম এ মুহিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিরাজগঞ্জ প্রতিনিধি:
দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড সাইট ফাউন্ডেশন গ্লোবাল (সিএসএফ গ্লোবাল) এবং প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সিএসএফ গ্লোবাল ও শাহজাদপুর চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মুহিত বলেন, “দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় গত চার বছরে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার শিশুর চোখের চিকিৎসা সম্পন্ন করে তাদের স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সঠিক যত্ন ও ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করা গেলে এ শিশুরা ভবিষ্যতে সমাজের সম্পদে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি সবার মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম প্রায় ২৫ বছর ধরে কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে চোখের চিকিৎসাসেবা পেতে পারেন।”
অনুষ্ঠানে শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম (২৪) ও তার বোন শাহিনূর আক্তার জানান, সিএসএফ গ্লোবালের উদ্যোগে কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তারা আবার দৃষ্টি ফিরে পেয়েছেন।
‘আপনার চোখকে ভালোবাসুন, দৃষ্টি সবার অধিকার’— এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধী শিশু-কিশোর ও বিশেষায়িত বিদ্যালয় ‘শিশু স্বর্গ’-এর শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কোরবান আলী লাভলুসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা দৃষ্টি সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সম্পদ: সিরাজগঞ্জে ড. এম এ মুহিত

প্রকাশের সময় : ০৩:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড সাইট ফাউন্ডেশন গ্লোবাল (সিএসএফ গ্লোবাল) এবং প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সিএসএফ গ্লোবাল ও শাহজাদপুর চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মুহিত বলেন, “দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় গত চার বছরে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার শিশুর চোখের চিকিৎসা সম্পন্ন করে তাদের স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সঠিক যত্ন ও ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করা গেলে এ শিশুরা ভবিষ্যতে সমাজের সম্পদে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি সবার মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম প্রায় ২৫ বছর ধরে কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে চোখের চিকিৎসাসেবা পেতে পারেন।”
অনুষ্ঠানে শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম (২৪) ও তার বোন শাহিনূর আক্তার জানান, সিএসএফ গ্লোবালের উদ্যোগে কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তারা আবার দৃষ্টি ফিরে পেয়েছেন।
‘আপনার চোখকে ভালোবাসুন, দৃষ্টি সবার অধিকার’— এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধী শিশু-কিশোর ও বিশেষায়িত বিদ্যালয় ‘শিশু স্বর্গ’-এর শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কোরবান আলী লাভলুসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা দৃষ্টি সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।