
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাগেরহাট-২ আসন (রামপাল,মোংলা, ফকিরহাট) মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহবান জানান।
লিফলেট বিতরণকালে আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সকল শ্রেণীর পেশা মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে কথিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দফা কর্মসূচি একটি সাম্যভত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা।
এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে। সমাজে বৈষম্যের অবসান ঘটবে এবং দেশ পরিণত হবে একটি সুখী সমৃদ্ধ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র এটি কেবলমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয় বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা।
তিনি আরো বলেন বাংলাদেশ ন্যায়বিচার গণতন্ত্র মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আর এই লক্ষ্যেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন তা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
গণসংযোগে তাঁর সাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির তালুকদার, গোলাম নুর জনি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর খুরশিদ আলম, বিএনপি নেতা বাবুল শরীফসহ তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 







































