
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রবাসী বীর রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্য সেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের কনফারেন্স রুমে হাসপাতালের এজিএম মোঃ আজগর আলীর সঞ্চালনায় ও ল্যাবএইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল ইমন, ল্যাবএইড হাসপাতালের (ম্যানেজার সেইলস এন্ড মার্কেটিং) কিশোর কান্তি দাস, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসাইন আল মাসুদ,চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ডায়মন্ড ও ভিআইপি সদস্য,আবু ইউসুফ মামুন,জসিম কুসুমপুরী,আবুল হাসান শহীদ, মোঃ আলী জিয়া, কামাল উদ্দিন ও খালেদ হাসান রুবেল প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায়
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধারা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।
এই প্রবাসীরা দূর প্রবাসে পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মতো একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রবাসীদের মধ্যে পরিবারের স্বাস্থ্য সেবা নিয়ে হতাশা কেটে যাবে।আশাকরি প্রবাসীদের দেশে অবস্থানকারী পরিবারের সদস্যরা উন্নত মানের সেবা পাবেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সদস্যরা ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের বিশেষ ছাড় ও অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা পাবেন,যা প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
আলোচনা শেষে ল্যাবএইড হাসপাতালের চীফ অপারেটিং অফিসার ডা. মোহাম্মদ আলমগীর ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 



















