
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকার নিযুক্ত বিসিআইসি সার ডিলার খন্দকার ফারুক হোসেনের বিরুদ্ধে সার বিক্রয়ে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি অক্টোবর মাসে ডিএপি সারের নির্ধারিত মূল্য কৃষক পর্যায়ে প্রতি কেজি ২১ টাকা (প্রতি বস্তা ১,০৫০ টাকা) হলেও, তিনি খুচরা সার বিক্রেতাদের কাছে তা প্রতিবস্তা ১,৩২০ টাকায় বিক্রি করে অধিক মুনাফা করছেন।
বিশেষ সুত্রে জানা যায় অক্টোবর মাসে বরাদ্দ পাওয়া ৪৭৫ বস্তা ডিএপি সার সুষ্ঠুভাবে খুচরা সার বিক্রেতা সাব ডিলারদের মাঝে সমবণ্টন করার নিয়ম থাকলেও, তা সঠিকভাবে সম্পন্ন করা হয়নি। অভিযোগ রয়েছে, তিনি বরাদ্দকৃত সার নিজ নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র পছন্দের কিছু ব্যবসায়ীর কাছে উচ্চ দামে বিক্রি করছেন, যা সরাসরি কৃষক এবং খুচরা বিক্রেতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আরও অভিযোগ উঠেছে, খন্দকার ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের জন্য ডিলার নিয়োগপ্রাপ্ত হলেও, উক্ত এলাকায় তার কোনো সার গুদাম বা বিক্রয় কেন্দ্র নেই। বরং তিনি উপজেলা কৃষি অফিসকে প্রভাবিত করে গোয়ালন্দ বাজারে সার ব্যবসা পরিচালনা করছেন। এতে করে দৌলতদিয়া ইউনিয়নের কৃষকদের সার সংকটে বাড়তি লেবার খরচসহ সার পরিবহনে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে। ফলে কৃষি উৎপাদনের সামগ্রিক খরচ বাড়ছে, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।
এই বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ডিলারদের এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত মনিটরিং ও প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও খুচরা বিক্রেতাবৃন্দ।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































