
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে রাজবাড়ী ২ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ অক্টোবর) সাকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বলেন,
সাংবাদিকরা রাষ্ট্রের আয়না সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে আপনাদের ভূমিকা ব্যপক। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সত্যি সঠিক সংবাদ তুলে ধরবেন এটাই প্রত্যাশা আপনাদের প্রতি।
এসময় অন্যানের মাঝে আরো বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সালাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক,
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস প্রমুখ
এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবদিকরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 




























