মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রে ফুট ট্রেইলে বাঘের দেখা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রে বনের ফুট ট্রেইলে দেখা গেছে রয়েল বেঙ্গল টাইগার। শনিবার (১১ অক্টোবর) সকালে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বিশাল এক বাঘকে বসে থাকতে দেখা যায়। বাগেরহাট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী ঘটনাস্থলে থাকা ওই বাঘটির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। প্রতিদিনই সেখানে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ভিড় করে। তবে এত কাছ থেকে বাঘ দেখা অত্যন্ত বিরল ঘটনা।
বন বিভাগের তথ্যমতে, ২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনা অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। অর্থাৎ গত ছয় বছরে বাঘ বেড়েছে ১১টি, যা বনবিভাগের জন্য একটি ইতিবাচক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাড়বাড়িয়া এলাকা সুন্দরবনের মূল বাঘের বিচরণক্ষেত্রের কাছাকাছি হওয়ায় মাঝে মাঝে বাঘের উপস্থিতি দেখা যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ইতোমধ্যে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বিশালাকৃতির একটি রয়েল বেঙ্গল টাইগার শান্তভাবে বসে আছে ফুট ট্রেইলের মাঝখানে। দৃশ্যটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রে ফুট ট্রেইলে বাঘের দেখা

প্রকাশের সময় : ০৮:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রে বনের ফুট ট্রেইলে দেখা গেছে রয়েল বেঙ্গল টাইগার। শনিবার (১১ অক্টোবর) সকালে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বিশাল এক বাঘকে বসে থাকতে দেখা যায়। বাগেরহাট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী ঘটনাস্থলে থাকা ওই বাঘটির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। প্রতিদিনই সেখানে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ভিড় করে। তবে এত কাছ থেকে বাঘ দেখা অত্যন্ত বিরল ঘটনা।
বন বিভাগের তথ্যমতে, ২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনা অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। অর্থাৎ গত ছয় বছরে বাঘ বেড়েছে ১১টি, যা বনবিভাগের জন্য একটি ইতিবাচক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাড়বাড়িয়া এলাকা সুন্দরবনের মূল বাঘের বিচরণক্ষেত্রের কাছাকাছি হওয়ায় মাঝে মাঝে বাঘের উপস্থিতি দেখা যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ইতোমধ্যে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বিশালাকৃতির একটি রয়েল বেঙ্গল টাইগার শান্তভাবে বসে আছে ফুট ট্রেইলের মাঝখানে। দৃশ্যটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।