বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ মির্জা মোস্তফা জামানের

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আগামী নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে এবং সরকারের প্রতি বিএনপির আস্থা দিন দিন কমে যাচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল, নিউমার্কেট ও রেলস্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা মোস্তফা জামান বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন পিছিয়েছে। কিন্তু এখনো সেই সংস্কার বাস্তবায়ন হয়নি। এর মধ্যেই আগামী নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিচ্ছে।
প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, সিরাজগঞ্জে একাধিক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম. এ. লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ মির্জা মোস্তফা জামানের

প্রকাশের সময় : ০৯:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আগামী নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে এবং সরকারের প্রতি বিএনপির আস্থা দিন দিন কমে যাচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল, নিউমার্কেট ও রেলস্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা মোস্তফা জামান বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন পিছিয়েছে। কিন্তু এখনো সেই সংস্কার বাস্তবায়ন হয়নি। এর মধ্যেই আগামী নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিচ্ছে।
প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, সিরাজগঞ্জে একাধিক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম. এ. লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।