
পাভেল মিয়া (ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ বড়ভিটা (জেলেপাড়া) জামে মসজিদের সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন দক্ষিণ বড়ভিটা (জেলেপাড়া) গ্রামের মোঃ মজিদুল হক এর ছেলে মোঃ সাগর মিয়া (২৩)।
পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে, দক্ষিণ বড়ভিটা জামে মসজিদের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির পরিহিত লুঙ্গির কোচের ভেতর থেকে একটি সবুজ রঙের গুলের ডিব্বার ভেতরে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত মোঃ সাগর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পাভেল মিয়া (ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধি: 





































