
সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা বাগবাটি ইউনিয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল ও সদস্য সচিব রুবেল আহম্মেদের স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাগবাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে ইউসুফের বিভিন্ন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নির্দেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল এই নোটিশ জারি করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































