
যশোর অফিস:
বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় যশোর জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বধির ও শ্রবণপ্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার বধির জনগোষ্ঠীর পুনর্বাসন, আর্থ-সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তাই তাদের স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে ,সংগঠনের জন্য সরকারি জমিতে নিজস্ব কার্যালয় স্থাপন,দরিদ্র বধির সদস্যদের জন্য কর্মসংস্থান, আর্থিক সহায়তা ও আবাসন প্রদান,সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ,ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সহায়তা, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ, গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা,ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে সুদমুক্ত ঋণ প্রদান, এবংজাতীয় বধির ঐক্য পরিষদের ১৫ দফা দাবিতে আসন্ন ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।
যশোর অফিস: 




































