
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আন্দোলনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা ও মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তারই ধারাবাহিকতায় আজ ১৩ অক্টোবর (সোমবার) থেকে সারাদেশের ন্যায় বাংলাগড় দাখিল মাদ্রাসায় এই কর্মবিরতি পালন শুরু হয়েছে।
শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপার আজিজুর রহমান জানান,গতকাল ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সহকারী শিক্ষকদের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে।
সহকারী শিক্ষকরা জাতির মেরুদণ্ড গঠনের দায়িত্বে নিয়োজিত, কিন্তু দীর্ঘদিন ধরে তারা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। এই বৈষম্য নিরসনের দাবিতেই শিক্ষকরা সাংবিধানিক অধিকারের ভিত্তিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই নিরীহ ও নিরস্ত্র শিক্ষকদের ওপর পুলিশ বাহিনী বিনা উস্কানিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালায়। পুলিশের এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহত শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, যেকোনো সভ্য সমাজে শিক্ষকদের মতো সম্মানিত পেশার মানুষদের ওপর এভাবে বলপ্রয়োগ করা চরম অগণতান্ত্রিক ও মানবাধিকারের লঙ্ঘন। শান্তিপূর্ণ সমাবেশে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, এই হামলার প্রতিবাদে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব। আমরা শিক্ষক সমাজের প্রতি এই চরম বৈষম্য ও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































