
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলা ও ২০% বাড়ি ভাতা সহ ৩ দফা দাবির সমর্থনে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া এবং সঞ্চালনা করেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আ. মালেক রেজা।
সভায় বক্তারা অবিলম্বে ২০% বাড়ি ভাতা ও মানসম্মত মেডিকেল ভাতা বাস্তবায়নের দাবি জানান এবং শিক্ষকদের উপর হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির দাবিও তোলেন। তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 





































