বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে গোপন সুড়ঙ্গ থেকে ছিনতাইকারী আটক

  • ঢাকা ব্যুরো
  • প্রকাশের সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬৯

ছবি: সংগৃহীত

ছিনতাইকারীদের একটি সঙ্ঘবদ্ধ দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি ফ্লাইওভারের সুড়ঙ্গপথে গোপন আস্তানা গড়েছিল। তারা পথচারীদের থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে ভয়ংকর ওই আস্তানায় প্রবেশ করতো। ফলে তাদেরকে আটক করা অসম্ভব হতো।

জানা গেছে, ফ্লাইওভারের ভেতরে থাকা ওই সুড়ঙ্গ পথটি খুবই সরু ও দীর্ঘ। বাইরের কোনো আলো-বাতাস সেখানে প্রবেশ করতে পারে না। ফলে ছিনতাইকারীরা ওই সুড়ঙ্গে প্রবেশ করলে বাইরে থেকে তাদের গতিবিধি বোঝার উপায় নেই।

সম্প্রতি ওই আস্তানা থেকে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় একদল তরুণ।ছিনতাইকারীকে আটকের পুরো ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেছেন এক তরুণ। তার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, একজন ছিনতাইকারী দিনের বেলা সড়কে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত ওই আস্তানায় প্রবেশ করে। পরে ভুক্তভোগীর অনুরোধে স্থানীয় ৫/৬ জন তরুণ মোবাইলের লাইট জ্বালিয়ে ছিনতাইকারীকে অনুসরণ করে ওই সুড়ঙ্গপথে প্রবেশ করেন। প্রায় ৭ মিনিট হেঁটে সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন তারা।

আটকের পর উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিককে দেওয়া হচ্ছে। এ সময় আটক ছিনতাইকারীকে মারধর করতেও দেখা গেছে।

জনপ্রিয়

সিরাজগঞ্জে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১০

রাজধানীতে গোপন সুড়ঙ্গ থেকে ছিনতাইকারী আটক

প্রকাশের সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছিনতাইকারীদের একটি সঙ্ঘবদ্ধ দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি ফ্লাইওভারের সুড়ঙ্গপথে গোপন আস্তানা গড়েছিল। তারা পথচারীদের থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে ভয়ংকর ওই আস্তানায় প্রবেশ করতো। ফলে তাদেরকে আটক করা অসম্ভব হতো।

জানা গেছে, ফ্লাইওভারের ভেতরে থাকা ওই সুড়ঙ্গ পথটি খুবই সরু ও দীর্ঘ। বাইরের কোনো আলো-বাতাস সেখানে প্রবেশ করতে পারে না। ফলে ছিনতাইকারীরা ওই সুড়ঙ্গে প্রবেশ করলে বাইরে থেকে তাদের গতিবিধি বোঝার উপায় নেই।

সম্প্রতি ওই আস্তানা থেকে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় একদল তরুণ।ছিনতাইকারীকে আটকের পুরো ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেছেন এক তরুণ। তার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, একজন ছিনতাইকারী দিনের বেলা সড়কে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত ওই আস্তানায় প্রবেশ করে। পরে ভুক্তভোগীর অনুরোধে স্থানীয় ৫/৬ জন তরুণ মোবাইলের লাইট জ্বালিয়ে ছিনতাইকারীকে অনুসরণ করে ওই সুড়ঙ্গপথে প্রবেশ করেন। প্রায় ৭ মিনিট হেঁটে সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন তারা।

আটকের পর উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিককে দেওয়া হচ্ছে। এ সময় আটক ছিনতাইকারীকে মারধর করতেও দেখা গেছে।