
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনে অভিযান চালিয়ে বনের বালির নিচে লুকানো ১০৫ ফুট লম্বা একটি মালা ফাঁদসহ বিপুল সংখ্যক ফাঁদ জব্দ করেছে বনবিভাগ।
গতকাল (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে মেহেরআলী থেকে খাজুরতলা পর্যন্ত টহলকালে ফাঁদটি উদ্ধার করা হয়। চিহ্ন হিসেবে ফাঁদ স্থাপনকারীরা গাছে জুতা ঝুলিয়ে রেখেছিল বলে জানা যায়।
এসময় একই এলাকা থেকে আরও ২০টি হাঁটা ফাঁদ জব্দ করে বনবিভাগের স্মার্ট টিম। পরে বেলা ২টার দিকে রূপারগাং থেকে ডিমেরচর পর্যন্ত পায়ে টহলকালে ১৫টি হাঁটা ফাঁদ এবং কুতুবের খালের পাশবর্তী বনাঞ্চল থেকে আরও ৩টি ফাঁদ উদ্ধার করা হয়। জব্দকৃত সব ফাঁদ পরবর্তীতে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন“বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যারা বনে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 




































